রসায়নের মৌলিক বিষয়াবলি
রসায়নের মৌলিক বিষয়াবলি
প্রাথমিক ধারণাঃ প্রকৃতি বিজ্ঞানের একটি প্রধান শাখা হলো রসায়ন। বস্তুত বিজ্ঞানের অন্যান্য শাখারও সৃষ্টি হয়েছে রসায়ন থেকেই। আধুনিক যুগেও বিজ্ঞানের যেকোনো শাখাই রসায়নের সাহায্য নির্ভর। আমাদের পারিপার্শ্বিক জগতের হাজার রকম বস্তুর গঠন, উপাদান, বস্তুর ধর্ম ও এর গুণাগুণ, পরিবর্তন, যথাযথ প্রয়োগ রসায়নের লক্ষ্য। একটি বস্তুকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? এর মূল উপাদান কি? উপাদান সমূহের ধর্ম কি? এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? কী উপায়ে এগুলো পুনরায় সংযুক্ত করা যায়? এ সংযোগের ফলে পুনর্বার মূল বস্তুটি ফিরে পাওয়া যাবে কিনা অথবা এদের দ্বারা কোনো নতুন উপাদান সৃষ্টি করা সম্ভব কিনা, বস্তুটি কি প্রয়োজনে আসে? তা কোথায় পাওয়া যায়?-এমনি হাজার প্রশ্নের সুসংগত, সুস্পষ্ট ব্যাখ্যাসহ জবাব দানই রসায়নের কাজ। সুতরাং যে বিজ্ঞানের সাহায্যে বস্তুর গঠন, প্রস্তুতপ্রণালি, ধর্মাবলি, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরূপে পর্যালোচনা করা যায় তাকেই রসায়ন বলে। বর্তমান রসায়নের পরিধি ব্যাপক ও বিস্তৃত। কাজেই সুষ্ঠুরূপে রসায়ন আলোচনা, অধ্যায়ন ও ব্যাপক ব্যবহারের সুবিধার জন্য একে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে।
কয়েকটি মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আঃ পারমাণবিক ভর আলোচনা করা হলোঃ
নং | মৌলের নাম | প্রতীক | যোজনী | পারমাণবিক সংখ্যা | আঃ পারমাণবিক ভর (প্রায়) |
০১ | হাইড্রোজেন | H | 1 | 1 | 1 |
০২ | হিলিয়াম | He | - | 2 | 4 |
০৩ | লিথিয়াম | Le | 1 | 3 | 6 |
০৪ | বেরিলিয়াম | Be | 2 | 4 | 9 |
০৫ | বোরন | B | 3 | 5 | 10 |
০৬ | কার্বন | C | 2,4 | 6 | 12 |
০৭ | নাইট্রোজেন | N | 3,5 | 7 | 14 |
০৮ | অক্সিজেন | O | 2 | 8 | 16 |
০৯ | ফ্লোরিন | F | 1 | 9 | 18 |
১০ | নিয়ন | Ne | - | 10 | 20 |
১১ | সোডিয়াম | Na | 1 | 11 | 22 |
১২ | ম্যাগনেসিয়াম | Mg | 2 | 12 | 24 |
১৩ | অ্যালুমিনিয়াম | Al | 3 | 13 | 26 |
১৪ | সিলিকন | Si | 4 | 14 | 28 |
১৫ | ফসফরাস | P | 3,5 | 15 | 30 |
১৬ | সালফার | S | 2,4,6 | 16 | 32 |
১৭ | ক্লোরিন | Cl | 1 | 17 | 35 |
১৮ | আর্গন | Ar | - | 18 | 39 |
কোন মন্তব্য নেই