Header Ads

গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ

উচ্চ মাধ্যমিক রসায়ন ২য় পত্র

গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ

গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যসমূহ (Postulates of Kinetic theory of gases) নিম্নরূপঃ

  • গ্যাসের গঠনঃ সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র, গোলাকার ও স্থিতিস্থাপক কণার সমন্বয়ে গঠিত। এসব কণাকে অণু বলে। তবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এসব কণাকে পরমাণু বলে। একটি গ্যাসের প্রতিটি অণুর ভর ও আকার একই।
  • আয়তনঃ গ্যাস অণুসমূহ এতই ক্ষুদ্র যে অণুসমূহের মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতি নগণ্য।
  • আকর্ষণ/বিকর্ষণঃ গ্যাসের অণুসমূহ পরস্পরের থেকে এত দূরে দূরে অবস্থান করে যে অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই বলে ধরা হয়।
  • অণুর গতিশীলতাঃ অণুগুলো বিরামহীনভাবে একটি নির্দিষ্ট গতিতে এলোমেলো কিন্তু সোজাপথে ছোটাছুটি করে। ফলে অণুসমূহের পরস্পরের সাথে এবং গ্যাসাধারের দেয়ালের সাথে অবিরাম সংঘর্ষ ঘটে।
  • গতিবেগঃ গ্যাস অণুসমূহ সম্পূর্ণ স্থিতিস্থাপক হওয়ায় সংঘর্ষের ফলে তাদের গতিবেগের কোনো পরিবর্তন হয় না।
  • সংঘর্ষের সময়ঃ অণুগুলোর মধ্যে শুধু ধাক্কার জন্য যে সময় ব্যয় হয় তা ‍দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য।
  • গড়মুক্ত পথঃ দুই সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড়মানকে গড়মুক্ত পথ বলে।
  • চাপঃ গ্যাসের অণুগুলোর গ্যাসাধারের উপর অবিরাম সংঘর্ষের ফলেই গ্যাসের চাপের সৃষ্টি হয়।
  • গতিশক্তিঃ গ্যাসের অণুগুলোর গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক।
  • অভিকর্ষ শক্তির প্রভাবঃ গ্যাসের অণুগুলোর গতির উপর অভিকর্ষ শক্তির কোনো প্রভাব নেই।

উল্লেখিত স্বীকার্যসমূহের আলোকে আদর্শ গ্যাসের জন্য একটি গতীর সমীকরণ প্রতিপাদন করা হয়। সমীকরণটি হলো-

PV = 1/3 mNC2

এখানে, P = গ্যাসের চাপ; V = গ্যাসের আয়তন; m = প্রতিটি অণুর ভর; N = অণুর সংখ্যা; C = বর্গমূল গড় বর্গবেগ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.