Header Ads

প্রান্তিক উপযোগ | Marginal Utility

 প্রশ্নঃ ১। প্রান্তিক উপযোগ কি?

        ২। প্রান্তিক উপযোগ কাকে বলে? 

প্রান্তিক উপযোগঃ কোনো দ্রব্যের বাড়তি একক ভোগ থেকে যে বাড়তি উপযোগ পাওয়া যায়, তাকে প্রান্তিক উপযোগ বলা হয় (Marginal Utility is the additional derived from consuming an additional unit of a good.)। এভাবেও বলা যায়, কোনো ভোগ্য দ্রব্যের এককের পরিবর্তনের ফলে সেই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক শব্দটির দ্বারা মোট এর পরিবর্তনের হারকে বুঝানো হয়ে থাকে।

 
প্রান্তিক উপযোগ | Marginal Utility

ধরা যাক, কোন ক্রেতা বা ভোগকারী প্রথম আপেল হতে ২০ টাকার সমান উপযোগ, দ্বিতীয় আপেল হতে ১৫ টাকার সমান উপযোগ, তৃতীয় ও চতুর্থ আপেল হতে ১০ টাকা এবং ৫ টাকার সমান উপযোগ লাভ করে। ভোগকারী ‍যদি ‍দুটি আপেল ক্রয় করে তাহলে দ্বিতীয় এককটি হলো প্রান্তিক উপযোগ। এক্ষেত্রে ভোগকারীর মোট উপযোগ হবে ৩৫ টাকা এবং প্রান্তিক উপযোগ ১৫ টাকার সমান হবে। ভোগকারী ‍যদি আর একটি একক, অর্থাৎ তৃতীয় আপেল ক্রয় করে তাহলে তৃতীয় একক হলো প্রান্তিক একক। সেক্ষেত্রে ভোগকারীর মোট উপযোগ ৪৫ টাকার সমান এবং প্রান্তিক উপযোগ ১০ টাকার সমান হবে।

সুতরাং কোন দ্রব্যের একটি অতিরিক্ত একক ভোগ করলে ক্রেতার মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাই হলো দ্রব্যের প্রান্তিক উপযোগ।

সূত্রাকারে বলা যায়ঃ 

প্রান্তিক উপযোগ = মোট উপযোগ পরিবর্তন / ক্রয় বা ভোগের পরিবর্তন

গাণিতিক ভাষায় বলা যায়ঃ MU = ∆TU/∆Q

এখানে, MU = প্রান্তিক উপযোগ;

            ∆TU = মোট উপযোগের পরিবর্তন;

            ∆Q = দ্রব্যের মোট পরিমাণের পরিবর্তন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.