Header Ads

পৃথিবীতে বিপ্লব আনতে চলেছে যেসব প্রযুক্তি

কেমন হবে, যদি আপনার শোবার ঘরটি আপনার শরীরের তাপমাত্রাকে কেন্দ্র করে নিজের তাপমাত্রার পরিবর্তন করার মাধ্যমে ঘরের পরিবেশকে আরামদায়ক করে তোলে? যদি এমন হয় যে, আপনার গাড়ি আপনাকে বলে দিচ্ছে কোথায় ট্র্যাফিক জ্যাম রয়েছে এবং কোন রোড অনুসরণ করলে আপনি আপনার গন্তব্যে খুব দ্রুত নিরাপদে পৌঁছতে পারবেন! বেশ হবে না?


                      আইওটি ব্যবহারের মাধ্যমে ট্র্যাফিক জ্যাম এবং দুর্ঘটনা কমানোর যায়

জানি, ভবিষ্যতের এসব প্রযুক্তির কথা কল্পনা করতে বেশ রোমাঞ্চ অনুভব করছেন! এর মধ্যে অনেকেই বেশ অবিশ্বাসের সাথে ভাবছেন, লেখকের উপর সাই-ফাই ফিল্ম বেশ ভালোই প্রভাব বিস্তার করেছে, তাই অতি কল্পনা করছে! কিন্তু যাদের বর্তমান প্রযুক্তি নিয়ে একটু আধটু জানা-শোনা আছে, তারা ঠোঁটে সবজান্তার বাঁকা হাঁসি টেনে মনে মনে বলছে, “কী নিয়ে কথা বলতে যাচ্ছেন বুঝে গেছি, মশাই।” হ্যাঁ, ঠিকই ধরেছেন! আজ কথা হবে ‘ইন্টারনেট অফ থিংস’ নামের এমন এক প্রযুক্তি নিয়ে, যা আপনার নিকট ভবিষ্যতকে আরো বেশি সহজ, সাবলীল এবং কার্যক্ষম করে তুলবে।

ইন্টারনেট অফ থিংস কী এবং ইহা কীভাবে কাজ করে?

সাধারণভাবে ‘ইন্টারনেট অফ থিংস’ হলো ঐ প্রযুক্তি, যা প্রতিটি ইলেকট্রিক্যাল ডিভাইসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করবে। আরো নির্দিষ্ট করে বলতে গেলে, আপনার প্রয়োজনীয় ডিভাইসগুলো একটি নেটওয়ার্কে পারস্পরিক সংযুক্ত থাকবে এবং প্রয়োজনে ডিভাইসগুলো একে অপরের সাথে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করতে পারবে। সেই ক্ষেত্রে পুরো সিস্টেমটিই সেন্সর যুক্ত মেশিন এবং সফটওয়্যার  সমন্বয়ে তৈরি হবে, যেগুলো প্রয়োজন মোতাবেক নির্দিষ্ট কাজের জন্য নিজে নিজেই তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অর্থাৎ নির্দিষ্ট কাজে ব্যবহৃত মেশিনটি ব্যবহারকারীর উপর নির্ভর না হয়ে নিজে নিজেই কাজ সম্পাদন করতে পারবে। আর এখানেই ইন্টারনেট অফ থিংসেএর সার্থকতা।

ছোট দুটি উদাহরণ দেওয়া যাক! 

ধরুন, বিকেলে বাসায় মেহমান আসবে। কিন্তু জরুরি ভিত্তিতে বেশ রাত পর্যন্ত আপনাকে অফিসে থাকতে হবে। বাসায় এমন কেউ নেই যে আগত মেহমানদের জন্য দরজা খুলে দেবে। অফিস দূরে হওয়ায়, অল্প সময়ের জন্য এসে আত্মীয়দের বরণ এবং আপ্যায়ন করার সুযোগও আপনার নেই। অফিসের কাজে দূরদূরান্তে থাকার কারণে বিভিন্ন সময়ই এই সমস্যাটির সম্মুখীন হতে হয় আপনাকে। তার সমাধান হিসেবে আপনি আপনার স্মার্ট প্রযুক্তি নির্ভর বাড়িতে (SmartHome) নতুন প্রোগ্রাম ইনস্টল করলেন। এটি আগত মেহমানদের চেহারা এবং কণ্ঠস্বর চিহ্নিত করার পর দরজা খুলে দেবে এবং বাড়ির ভেতরে প্রবেশ করা মেহমানদের শরীরের তাপমাত্রা বিশ্লেষণ করে ঘরের পরিবেশকে আরো আরামদায়ক করে তুলবে! সাথে সাথে স্থানীয় আবহাওয়া বিশ্লেষণ করে আপনার কফি মেকারটি ঠাণ্ডা আবহাওয়ার জন্য গরম কফি এবং গরম আবহাওয়ার জন্য ঠাণ্ডা কফি মেহমানদের পরিবেশন করবে!

এবার ধরুন, আপনার বিশাল একটি গরুর খামার আছে। নির্দিষ্ট সময় পরপর সেখানে প্রয়োজনীয় খাদ্য এবং শেষ হওয়ার সাথে সাথেই সেখানে পানির ব্যবস্থা করতে হয়। এর জন্য বিশাল লোকবল প্রয়োজন। প্রয়োজন এমন কয়েকজন কর্মচারীর, যারা সার্বক্ষণিক এর তত্ত্বাবধানে থাকবে। যদি খামার আয়তন বড় হয়, গরুর সংখ্যা বেশি থাকে, তাহলে কর্মচারীর সংখ্যাও বাড়াতে হবে। আর তার জন্য মাস শেষে গুনতে হবে বিশাল অংকের টাকা! কিন্তু এরপরেও সমস্যা রয়ে যায়। কর্মচারীদের দ্বারা নিয়মিত প্রায় পুরো খামার জুড়ে সঠিক সময়ে খাবার এবং পানি দেওয়া হয়ে ওঠে না। এমনকি পরিমাণে কম, কখনো বেশিও হয়ে যায়। ফলাফল হিসেবে দেখা যায়, নির্দিষ্ট সময় পর আশানুরূপ ফলাফল পাওয়া যাচ্ছে না। অথবা খরচের পরিমাণ হিসেবের চাইতে বেশি হয়ে যাচ্ছে। প্রযুক্তিবিদ এক বন্ধুর সাথে সমস্যাটি নিয়ে কথা বলতেই সে আপনাকে পুরো সিস্টেমটিকে অটোমেশন বা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে বলল, যেটি নির্দিষ্ট সময় পরপর গামলার খাবার এবং পানির পরিমাণ বিশ্লেষণ করে পুনরায় খাবার, পানি দিবে। আপনি চাইলে প্রত্যেকটা গরুর জন্য প্রত্যাশা অনুযায়ী আলাদা আলাদা নির্দিষ্ট ডায়েটের ব্যবস্থাও করে দিতে পারেন এই সক্রিয় সিস্টেমের মাধ্যমে।

                

তো, পুরো সিস্টেমটি কীভাবে কাজ করলো?

প্রথম উদাহরণে, ব্যবহারকারী প্রথমে শুধুমাত্র আগত মেহমানদের শনাক্তকরণ উপাদান হিসেবে তাদের কণ্ঠস্বর এবং ছবি ইনপুট দিয়েছে। এরপর যখন মেহমানরা বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো, তখন আগে থেকে স্থাপিত ভয়েজ এন্ড ফটো শনাক্তকারী যন্ত্রটি আলাদা করে তাদের প্রত্যেকের ভয়েজ এন্ড ফেশিয়াল আইডেন্টিটি ইনপুট নিলো এবং আগে ইনপুট করা তথ্যের সাথে সাদৃশ্য হলেই ভিতরে ঢোকার জন্য দরজা খুলে দিলো। ভিতরের স্বয়ংক্রিয় সেন্সরগুলো পরবর্তী কাজ করবে। সেন্সরগুলো প্রথমে আপনার শরীরের তাপমাত্রা পরিমাপ করবে। সে অনুযায়ী ঘরের তাপমাত্রা বৃদ্ধি এবং কমানো, সর্বশেষ কফি মেকারটিকে ঠাণ্ডা কিংবা গরম কফির অর্ডার দেওয়ার কাজটিও স্বয়ংক্রিয়ভাবে হবে।
পুরো ব্যাপারটি নিয়ে আবার চিন্তা করলে দেখতে পারি, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদাভাবে হিউম্যান-টু-হিউম্যান এবং হিউম্যান-টু-মেশিন তথ্য এবং নির্দেশাবলী আদান প্রদান করা ছাড়াও অনেকগুলো কাজ খুব সহজেই পর্যাপ্ত পরিমাণে হয়ে যাচ্ছে। আর এই কাজগুলোতে অংশ গ্রহণ করছে ফ্রিজ, টিভি, ফোন, লাইট, সেন্সর-যুক্ত দেয়াল, এসি, পাখা, ঘড়ি, গাড়ি সহ প্রায় সব ধরনের ব্যবহার্য ইলেকট্রিকাল ডিভাইস।

যে কারণে ইন্টারনেট অফ থিংস প্রয়োজন

‘ইন্টারনেট অফ থিংস’ ধারণাটি নিয়ে প্রথম আলোচনা করা হয় ১৯৮২ সালের দিকে। Carnegie Mellon University-এর কয়েকজন গবেষক মিলে প্রথম ইন্টারনেট কানেক্টেড কোক মেশিন তৈরি করেন, যেটি নতুন লোড করা কোকাকোলার তাপমাত্রা বিস্তারিত বলতে পারবে। কিন্তু ‘ইন্টারনেট অফ থিংস’ উল্লেখ করে এ ব্যাপারে প্রথম বক্তব্য রাখেন এমআইটির অটো-আইডি (Auto-ID) সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ক্যাভিন এশটন। মাল্টি-ন্যাশনাল প্রোডাক্ট ম্যানুফেকচার কোম্পানি Procter & Gamble এ দেওয়া ঐ বক্তব্যে ইন্টারনেট অফ থিংস এর সম্ভাব্য ক্ষেত্র নিয়ে তিনি আলোচনা করেন। তিনি বলেছিলেন,
“বর্তমানে কম্পিউটার এবং ইন্টারনেট পুরোপুরি মানুষের দেওয়া তথ্যের উপর নির্ভরশীল। ৫০ পেটাবাইটের (১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট) মতো ডাটা ইন্টারনেটে সংগৃহীত রয়েছে যার প্রায় পুরোটাই কেউ না কেউ লিখে, রেকর্ড করে, ডিজিটাল ফটোগ্রাফের মাধ্যমে, নয়তো বারকোড স্ক্যান করে স্টোর করেছে। তবে সমস্যা হচ্ছে মানুষ সীমিত সময়, অল্প মনোযোগ এবং খুব কম যথাযথতা নিয়ে জীবন ধারণ করে। অর্থাৎ তারা দুনিয়ার সব ধরণের ডাটা সঠিকভাবে স্টোর করতে পারে না। কিন্তু যদি কাজটি কোনো কম্পিউটারকে দেওয়া হয় এবং শিখিয়ে দেওয়া হয়, কীভাবে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে সঠিকটি বাছাই করা যায়, তাহলে বাছাইকৃত তথ্যগুলো মানুষ খুব সহজেই ব্যবহার করতে পারবে এবং সাথে সাথে অপব্যয়, খরচ এবং ক্ষতি কমিয়ে আনতে পারবে (খেয়াল করে দেখুন, উপরে উদাহরণ হিসেবে দেওয়া গরুর খামারের যে গল্পটি ছিল তার সাথে বেশ মিলে যায়)।  আমরা তখন নির্ভুলভাবে জানতে পারবো কোন জিনিসটিকে পরিবর্তন, পরিমার্জন এবং প্রতিস্থাপন করতে হবে।”


কেভিন এশটন ‘ইন্টারনেট অফ থিংস’ সম্পর্কে উপরোক্ত ভবিষ্যদ্বাণীটি করেছিলেন আরো আঠারো বছর আগে। বর্তমানে ইন্টারনেটের এই দুনিয়ায় আরো পরিবর্তন এসেছে। ৫০ পেটাবাইট ডাটার সাথে যোগ হয়েছে আরো হাজার হাজার পেটাবাইট ডাটা। শুধুমাত্র মাইক্রোসফট, গুগল, আমাজন এবং ফেসবুকের ডাটার পরিমাণই ১,২০০ পেটাবাইট। তাহলে ভাবুন একবার, কী পরিমাণ ডাটা রয়েছে ইন্টারনেট জুড়ে! আর এর থেকে নির্ভুল ডাটা উদ্ধার করে যদি ব্যক্তিগত বা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে পারি তাহলে কী পরিমাণ কার্যক্ষম এবং সহজ হয়ে উঠবে আমাদের পৃথিবী। কিন্তু আপনি আমি চাইলেই এই ডাটা উদ্ধার করতে পারবো না। এর জন্য অবশ্যই প্রয়োজন স্বয়ংক্রিয় মাধ্যম। কেভিন এশটনের মতে যা ছিল একটি শিখিয়ে পড়িয়ে দেওয়া কম্পিউটার যার ব্যবস্থা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। বর্তমানে নির্ভুল ডাটা সনাক্ত করে বিভিন্ন প্রয়োজনে আমরা ডাটাগুলোকে ব্যবহার করতে পারছি।

                                                                 
এখন বর্তমান টেকনোলজির দিকে একবার তাকান। দিন দিন ফিজিক্যাল ডিভাইসের পরিমাণ বাড়ছে। কম্পিউটারের আদি যুগ সেই কবেই চলে গেছে। বর্তমানে কম্পিউটার একটি আধুনিক ওয়ারে-বল ফ্যাশনে পরিণত হয়েছে। চারপাশে অসংখ্য স্মার্টফোন, অপারেটিং সিস্টেম সম্বলিত ঘড়ি, ব্রেসলেটের ছড়াছড়ি। গাড়ি, বাড়ি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টগুলোও অটোমেশনের আওতায় চলে যাচ্ছে। এমনকি পছন্দের কুকুরের ডগ ট্যাগটাও কম্পিউটারাইজড। আপনি চাইলে কুকুরটি কোথায় আছে, আশেপাশের পরিবেশ দেখতে কেমন- তা সবই ঘরে বসে আপনার স্মার্টফোনের স্ক্রীনে দেখতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ডিভাইসকে দিয়ে কাজ করানোর জন্য আপনার প্রয়োজন তাকে প্রত্যেকটা একক কাজের জন্য আলাদা আলাদা নির্দেশ দেওয়া, যা বেশ সময় সাপেক্ষ এবং টেকনিক্যাল কাজ। আর এ সমস্যাটি সমাধান করেছে ‘ইন্টারনেট অফ থিংস’।
এখানে নেটওয়ার্কে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত ডিভাইসগুলো ইন্টারনেটের বিভিন্ন স্টোরেজে থাকা ডাটা, ব্যবহারকারীর ইনপুট দেওয়া ডাটা এবং নিজের সংগ্রহ করা ডাটাগুলোকে একে অপরের সাথে শেয়ার করবে। এই ডাটাগুলোর মধ্য থেকে প্রয়োজনীয় ডাটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করবে এবং স্টোর করে রাখবে যাতে অন্য কোনো অবস্থায়, অন্য কোনো কাজে ডাটাগুলোকে ব্যবহার করতে পারে।
পুরো বিষয়টি বিবেচনা করলে দেখা যায়, ‘ইন্টারনেট অফ থিংস’ একটি প্রযুক্তি বিপ্লব, যা কঠিন কঠিন কাজগুলো খুব সহজেই করে দিবে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে অপব্যয় এবং খরচ কমিয়ে আনবে। প্রচুর পরিমাণে সময় বাঁচিয়ে দিবে। জনশক্তিকে অন্যান্য সেক্টরে কাজে লাগিয়ে পৃথিবীকে আরো সুন্দর বাসভূমি হিসেবে আমরা গড়ে তুলতে পারবো।

বর্তমান বিশ্বে ‘ইন্টারনেট অফ থিংস’

পৃথিবীব্যাপী ‘ইন্টারনেট অফ থিংস’ প্রযুক্তির জয়জয়কার এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। বড় বড় কোম্পানিগুলো স্বল্প এবং বৃহৎ পরিসরে কাজও শুরু করে দিয়েছে। কিছু কিছু কোম্পানি ছোট পরিসরে আইওটি সংবলিত ডিভাইস বাজারে ছেড়েছে। এর মধ্যে অন্যতম কিছু ডিভাইস নিয়ে এখন আলোচনা করা হলো।
১) Amazon Echo- Smart Home: আমাজনের এই প্রোডাক্টটিকে কথা বলার মাধ্যমে আদেশ করতে পারবেন। জেনে নিতে পারবেন বর্তমান আবহাওয়া, খেলার স্কোর, কোনো বিশেষ নিউজ পেপারের সম্পাদকীয় কলাম। চাইলে পছন্দের কোনো গান বাজানোর জন্য আদেশ করার সাথে পিজ্জা অর্ডারও করতে পারবেন। উবারের জন্য আবেদন করা, বিশেষ কাউকে ফোন করা, বাড়ির ইলেকট্রিকাল ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করা সহ আরো অনেক কাজ করতে পারবেন।


২) Fitbit One- Wearables: ‘ফিটবিট’ নামের আমেরিকান কোম্পানিটি ফিটনেস সম্পর্কিত প্রযুক্তি পণ্য বিক্রি করে থাকে। Fitbit One হচ্ছে ঐ সকল প্রযুক্তি পণ্যগুলোর মধ্যে একটি। আপনার হাঁটাচলা, সিঁড়ি দিয়ে উঠানামা, ঘুমের পরিমাণ এবং উৎকর্ষতা, ব্লাড প্রেশার পরিমাপ করবে এবং সে অনুযায়ী আপনাকে ফিটনেস ঠিক রাখার জন্য পরামর্শ দিবে।


৩) Philips Hue Smart Bulbs: প্রযুক্তির উৎকর্ষতার ছায়াতলে এসে সাধারণ ইলেক্ট্রিক্যাল বাতিও আজ হয়ে উঠেছে অসাধারণ। Philips Hue Smart Bulbs তার একমাত্র উদাহরণ হতে পারে। ইলেকট্রিকাল পণ্য প্রস্ততকারক কোম্পানি ফিলিপসের এই বাতিটি স্মার্টফোনের মাধ্যমে অন-অফ করা সহ চাইলেই ইচ্ছে মতো রঙ-বেরঙের আলো জ্বালাতে পারবেন। আপনার ঘরের পরিবেশ, পরিধানরত পোশাকের সাথে ম্যাচ করা আলোর মধ্যে ছবি তোলার সুযোগও রয়েছে। বাল্বটিতে ব্যবহৃত সেন্সর স্পীকারে বাজতে থাকা গানের মিউজিকের উপর ভিত্তি করে অসাধারণ এক আলো-আঁধারি পরিবেশ সৃষ্টি করতেও সক্ষম। এটি বিদ্যুৎ সাশ্রয়ীও বটে!

‘ইন্টারনেট অফ থিংস’ এর ভবিষ্যৎ

প্রযুক্তিবিদরা ইন্টারনেট অফ থিংসকে ‘The Next Industrial Revolution’ আখ্যা দিয়েছে। পৃথিবীব্যাপী এই প্রযুক্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোও ২০২০ সালের মধ্যে হতে যাওয়া সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কেও বলে ফেলেছে। আসুন সেসব সম্ভাব্য ভবিষ্যতের দিকে চোখ বুলানো যাক।

২০২০ সালের মধ্যে পৃথিবী জুড়ে ইন্টারনেট অফ থিংস এর কল্যাণে বৃদ্ধি হওয়া ইলেকট্রিক্যাল ডিভাইসের সংখ্যা; Image Source: enterpriseirregulars.com
১) ২০২০ সালের মধ্যে পৃথিবী জুড়ে প্রায় ৩৪ বিলিয়ন ডিভাইস ইন্টারনেটের সাথে সম্পৃক্ত হবে। যার মধ্যে ২৪ বিলিয়ন ডিভাইস আইওটি প্রযুক্তির সাথে সম্পৃক্ত থাকবে।
২) এ সময়ের মধ্যে এই খাতের উন্নয়ন, সমস্যা সমাধান সহ বিভিন্ন কাজে ব্যয় হবে প্রায় ছয় ট্রিলিয়ন ডলার!
৩) প্রায় সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান আইওটির দিকে ঝুঁকবে। এর মূল কারণ হবে তিনটি- ক) ইন্ডাস্ট্রিগুলোর পরিচালনার কাজে যা খরচ হতো, তা কমে যাওয়া; খ) কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়া এবং গ) নতুন পণ্য উৎপাদন।
৪) সরকার হবে এই প্রযুক্তির দ্বিতীয় বৃহত্তর গ্রহীতা।
৫) ইলেকট্রিক্যাল ডিভাইসের প্রতি মানুষজন আরো বেশি ঝুঁকবে। প্রযুক্তি পণ্য উৎপাদনের সংখ্যাও বেড়ে যাবে। ডিজিটাল ডিভাইসগুলোর দাম কমে যাওয়া প্রায় প্রত্যেকের কাছে ইন্টারনেট কানেক্টেড স্মার্ট ডিভাইস থাকবে। পুরো পৃথিবীটা একটি গ্লোবাল-ভিলেজে রূপান্তরিত হবে।

নিরাপত্তা এবং অন্যান্য

পুরো ব্যাপারটিই যেহেতু তথ্যের খেলা এবং এই খেলা যখন খেলতে হবে ইন্টারনেটের মাধ্যমে, সেহেতু নিরাপত্তার বিষয়টি প্রথমেই আসে। কেননা, যেকোনো সময় আপনার মূল্যবান তথ্য চুরি যেতে পারে, যার কারণে আপনি পুরোপুরি ফতুরও হয়ে যেতে পারেন। আর এই বিষয়টিই আইওটির অগ্রসর হওয়ার অন্তরায় থাকবে। কেননা মানুষ নিজস্ব প্রাইভেসির ব্যাপারে বেশ উদ্বিগ্ন থাকে সব সময়।
এক গবেষণায় দেখা গেছে তথ্য-প্রযুক্তি নির্ভর দেশ আমেরিকার স্মার্ট-হোম সুবিধা ভোগকারী প্রায় ৭১ শতাংশ গ্রাহক তাদের তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এর কারণও আছে বটে। মাইক্রোসফট এবং University of Michigan-এর একদল গবেষক স্যামসাংয়ের স্মার্টহোম প্লাটফর্ম স্মার্টথিংসে (SmartThings) বড় ত্রুটি খুঁজে পেয়েছেন, যা তথ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।


সমস্যা যেখানে আছে, সেখানে সমাধানও আছে! মাল্টি-ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স কোম্পানি AT&T-এর নিরাপত্তা বিভাগের ভিপি জ্যাসন পর্টার বিজনেস ইনসাইডারে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
“আইওটি ডিভাইসের নিরাপত্তা মানে হচ্ছে সাধারণভাবে নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইসের নিরাপত্তা। তাই প্রথমেই ডিভাইসগুলোতে ইনস্টল করা সফটওয়্যার এবং ডিভাইসগুলো যে নেটওয়ার্কের সাথে সংযুক্ত সেগুলোর নিরাপত্তা জোরদার করলেই প্রাথমিকভাবে আইওটি নির্ভর সিস্টেমটি নিরাপদ।”
আর আমরা প্রত্যেকে বেশ ভালো করেই জানি, ব্যবহারকারীর সচেতনতাই পারে হ্যাকার কিংবা তথ্য চোরদের থেকে সিস্টেমকে নিরাপদ রাখতে!

তথ্য সূত্রঃ ইন্টারনেট 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.