মাত্রাগত উৎপাদন
প্রশ্নঃ ১। মাত্রাগত উৎপাদন বলতে কি বুঝায়?
২। মাত্রাগত উৎপাদন কি?
মাত্রাগত উৎপাদন | Dimensional Production
উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহের ব্যবহারের অনুপাত স্থির রেখে উপকরণসমূহ পরিবর্তন করা হলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। মাত্রাগত উৎপাদনের ধারণাটি দীর্ঘ মেয়াদের সাথে সম্পর্কিত। কারণ দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনীয়। স্বল্পকালে কোন কোন উপকরণ অপরিবর্তনীয় থাকে। এ জন্য স্বল্পকালে উৎপাদন কার্যক্রমে মাত্রাগত পরিবর্তন সম্ভব নয়। তবে দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণই সমানভাবে বাড়ানো সম্ভব।
সুতরাং দীর্ঘকালে সকল উপকরণের সমানুপাতিক বৃদ্ধির দরুন উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন আসে তাকেই মাত্রাগত উৎপাদন বলে। তখন সেই চিত্রকে সম-উৎপাদন মানচিত্র বলা হয়।
মাত্রাগত উৎপাদন ধারণাটি তিন ভাগে ভাগ করা যায়। যথা-
ক) স্থির মাত্রাগত উৎপাদন;
খ) ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন;
গ) ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন;
মনে করি, মাত্রাগত উৎপাদন বিবেচনার ক্ষেত্রে উৎপাদন অপেক্ষক Q = f (L,K)। যেখানে, L = শ্রম, K = মূলধন, f = ফাংশন, Q = উৎপাদনের পরিমাণ। এখানে L ও K কে 𝞴 অনুপাতে পরিবর্তন করে পাই,
Q* = f (𝞴L, 𝞴K), ধরি, 𝞴 এর মাত্রা r
∴ Q* = λrf (L, K) = λrQ এ উৎপাদন অপেক্ষককে হোমোজেনাস উৎপাদন অপেক্ষক বলে। r হলো মাত্রাগত উৎপাদন অপেক্ষক যখন (ক) r = 1 হলে স্থির মাত্রাগত উৎপাদন (খ) r > 1 হলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন অপেক্ষক ও (গ) r < 1 হলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন অপেক্ষক।
কোন মন্তব্য নেই