Header Ads

রসায়নের মৌলিক বিষয়াবলি

রসায়নের মৌলিক বিষয়াবলি

প্রাথমিক ধারণাঃ প্রকৃতি বিজ্ঞানের একটি প্রধান শাখা হলো রসায়ন। বস্তুত বিজ্ঞানের অন্যান্য শাখারও সৃষ্টি হয়েছে রসায়ন থেকেই। আধুনিক যুগেও বিজ্ঞানের যেকোনো শাখাই রসায়নের সাহায্য নির্ভর। আমাদের পারিপার্শ্বিক জগতের হাজার রকম বস্তুর গঠন, উপাদান, বস্তুর ধর্ম ও এর গুণাগুণ, পরিবর্তন, যথাযথ প্রয়োগ রসায়নের লক্ষ্য। একটি বস্তুকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? এর মূল উপাদান কি? উপাদান সমূহের ধর্ম কি? এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? কী ‍উপায়ে এগুলো পুনরায় সংযুক্ত করা যায়? এ সংযোগের ফলে পুনর্বার মূল বস্তুটি ফিরে পাওয়া যাবে কিনা অথবা এদের দ্বারা কোনো নতুন উপাদান সৃষ্টি করা সম্ভব কিনা, বস্তুটি কি প্রয়োজনে আসে? তা কোথায় পাওয়া যায়?-এমনি হাজার প্রশ্নের সুসংগত, সুস্পষ্ট ব্যাখ্যাসহ জবাব দানই রসায়নের কাজ। সুতরাং যে বিজ্ঞানের সাহায্যে বস্তুর গঠন, প্রস্তুতপ্রণালি, ধর্মাবলি, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরূপে পর্যালোচনা করা যায় তাকেই রসায়ন বলে। বর্তমান রসায়নের পরিধি ব্যাপক ও বিস্তৃত। কাজেই সুষ্ঠুরূপে রসায়ন আলোচনা, অধ্যায়ন ও ব্যাপক ব্যবহারের সুবিধার জন্য একে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে।

রসায়নের মৌলিক বিষয়াবলি

কয়েকটি মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আঃ পারমাণবিক ভর আলোচনা করা হলোঃ

নংমৌলের নামপ্রতীকযোজনীপারমাণবিক সংখ্যাআঃ পারমাণবিক ভর (প্রায়)
০১হাইড্রোজেনH111
০২হিলিয়ামHe-24
০৩লিথিয়ামLe136
০৪বেরিলিয়ামBe249
০৫বোরনB3510
০৬কার্বনC2,4612
০৭নাইট্রোজেনN3,5714
০৮অক্সিজেনO2816
০৯ফ্লোরিনF1918
১০নিয়নNe-1020
১১সোডিয়ামNa11122
১২ম্যাগনেসিয়ামMg21224
১৩অ্যালুমিনিয়ামAl31326
১৪সিলিকনSi41428
১৫ফসফরাসP3,51530
১৬সালফারS2,4,61632
১৭ক্লোরিনCl11735
১৮আর্গনAr-1839


সম্পূর্ণ পোস্টটি পড়তে এখানে ক্লিক করুন....

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.