Header Ads

Tense (কাল) - English Grammar Tense

 TENSE(কাল)

Tense
Image: Collected
আমাদের আজকের আলোচনার বিষয় ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় Tense সম্পর্কে। আশা করি আপনারা উপকৃত হবেন।
আজকের পাঠ- Tense (কাল)
প্রশ্নঃ Tense কাহাকে বলে ?
উত্তরঃ ক্রিয়া সম্পাদনের সময় বা কালকে Tense বলে ।
প্রশ্নঃ Tense প্রধানত কত প্রকার ও কি কি ?
উত্তরঃ Tense প্রধানত ৩ প্রকার ।
যেমনঃ


1. present tense (বর্তমান কাল)
2. Past tense ( অতীত কাল)
3. Future tense (ভবিষ্যৎ কাল)
প্রশ্নঃ Present tense কাকে বলে ?
উত্তরঃ যে verb এর কাজ বর্তমানে সম্পন্ন হয়
বুঝায়, তার কালকে Present tense বলে ।
যেমনঃ
I go to madrasah.
প্রশ্নঃ past tense কাকে বলে ?
উত্তরঃ যে verb এর কাজ অতীত সময়ে সম্পন্ন
হয়েছিল বুঝায় তার কালকে past tense বলে ।
যেমনঃ
I went to madrasah
প্রশ্নঃ Future tense কাকে বলে ?
উত্তরঃ যে verb এর কাজ ভবিষ্যৎ সময়ে সম্পন্ন
হবে বুঝায়, তার কালকে Future tense বলে ।
যেমনঃ
I shall go to madrasah .
প্রশ্নঃ Present tense কত প্রকার ও কি কি?
উত্তরঃ present tense ৪ প্রকার
যেমনঃ
1. Present Indefinite
2.Present Continuous
3. Present Perfect
4. Present Perfect Continuous
প্রশ্নঃ present Indefinite tense কাকে বলে ?
উত্তরঃ verb এর যে রুপ দ্বারা কোন কাজ সাধারণত বর্তমানে হয় বা হয়ে থাকে বুঝায় তাকে present Indefinite tense বলে ।
যেমনঃ We drink water .
চেনার উপায়ঃ- বাংলা ক্রিয়ার শেষে – এ, ই, অ, ও ইত্যাদি থাকে ।
গঠনপ্রণালীঃ Sentence এর প্রথমে Subject তার
পর মূল verbএবং সর্ব শেষে object বা Complement বসে ।
প্রশ্নঃ present Continuous tense কাকে বলে ?
উত্তরঃ কোন কাজ বর্তমান সময়ে হচ্ছে বা চলছে
এরূপ বুঝালে verb এর Present Continuous হয় ।
যেমনঃ Munto is reading .
চেনার উপায়ঃর- বাংলা বাক্যের ক্রিয়ার শেষে,
ইতেছি, ইতেছ, ইতেছে, ইতেছেন, থাকলে Present Continuous tense হয়।
গঠন প্রণালীঃ- subject কর্তার পরে Number ও Person অনুসারে am , is , are বসে এবং মূল Verb
এর শেষে ing যোগ করতে হয়।
প্রশ্নঃ present perfect tense কাকে বলে ?
উত্তরঃ কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্ত
এর ফল এখন ও বিদ্যমান রয়েছে এরূপ বুঝালে Verb এর Present Perfect tense হয়।
যেমন-
Jasim has taken an apple
চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে
এছ, এছে, এছেন, ইছ ইত্যাদি থাকলে Verb
এর Present Perfect tense হয়।
গঠন প্রণালীঃ Subject বা কর্তার পরে number ও
Person অনুসারে have বা has এবং মূল verb এর
Past Participle বসে ।
প্রশ্নঃ Present Perfect Continuous tense কাকে বলে ?
উত্তরঃ Verb এর কোন কাজ অতীত কালে শুরু
হয়ে বর্তমানে ও চলছে এরূপ বুঝালে Verb এর
Present Perfect Continuous tense হয় ।
চেনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে তেছ,
তেছি, তেছেন, ইত্যাদি ।
গঠন প্রনালীঃ Subject বা কর্তা এর পরে number ও Person অনুসারে have been বা has been বসে ।এবং মূল Verb এর শেষে ing যোগ
করতে হয় ।
প্রশ্নঃ Past Indefinite tense কাকে বলে ?
উত্তরঃ কোন কাজ অতীত কালে সম্পন্ন হয়ে ছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই
এরূপ বুঝালে verb এর Past Indefinite tense
হয়।
চেনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলে,
ছিলাম, ল, লে,লাম ইত্যাদি থাকে ।
গঠন প্রনালীঃ Sub +Verb এর past from+Object বসে।
প্রশ্নঃ Past Continuous tense কাকে বলে ?
উত্তরঃ Verb এর কার্য অতীত কালে কিছু সময়
ধরে চলছিল বুঝালে verb এর past Continuous tense হয়।
চেনার উপায়ঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে
তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি থাকে ।
গঠন প্রণালীঃ subject এর পরে numberও Person
অনুসারে Was বা Were হয় এবং তার পর মূল
Verb শেষে ing যোগ হয় । যেমনঃ
I was going .
প্রশ্নঃ past Perfect tense কাকে বলে ?
উত্তরঃ অতীত কালে দুটি কাজের মধ্যে কোন
একটি কাজ হয়ে যাওয়ার পূর্বে আরেকটি কাজ
হয়ে ছিল এরূপ বুঝালে যে কাজটি আগে হয়ে ছিল তা বুঝাতে Verb এর Past Perfect tense হয় ।
চেনার উপায়ঃ আতীত কালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল বুঝায়
গঠন প্রণালীঃ sub + had + মূল Verb এর past participle যেমনঃ
The patient had died before the doctor came.
প্রশ্নঃ past Perfect Continuous tense কাকে বলে?
উত্তরঃ অতীত কালে কোন একটি কাজ অনেক পূর্ব
থেকে কোন একটি ঘটনার পূর্ব পর্যন্ত চলিতেছিল এরূপ বুঝালে verb এর Past Perfect Continuous tense হয় ।
গঠন প্রণালীঃ Subject এর পরে had been বসে এবং তার পরে মূল Verb এর শেষে ing যোগ করতে হয়।
* Point of time বুঝাতে Since হয় ।
* Period of time বুঝাতে for হয় ।
যেমনঃ
It had been raining since five P. m
প্রশ্নঃ past Perfect Continuous tense কাকে বলে?
উত্তরঃ অতীত কালে কোন একটি কাজ অনেক পূর্ব
থেকে কোন একটি ঘটনার পূর্ব পর্যন্ত চলিতেছিল এরূপ বুঝালে verb এর Past Perfect Continuous tense হয় ।
গঠন প্রণালীঃ Subject এর পরে had been বসে এবং তার পরে মূল Verb এর শেষে ing যোগ করতে হয়।
* Point of time বুঝাতে Since হয় ।
* Period of time বুঝাতে for হয় ।
যেমনঃ
It had been raining since five P. m
প্রশ্নঃ Future Continuous tense কাকে বলে ?
উত্তরঃ কোন কাজ ভবিষ্যৎ কালে হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বুঝালে verb এর Future Continuous tense হয় ।
চেনার উপায়ঃ বাংলা বক্যের ক্রিয়ার শেষে হতেথাকবে, চলতে থাকবে ইত্যাদি থাকলে Future Continuous tense হয় ।
গঠন প্রনালীঃ Sub + shall be /will be + মূল verb+ ing + বাকী অংশ ।
যেমনঃ
I shall be going to madrasah .
প্রশ্নঃ Future Perfect tense কাকে বলে ?
উত্তরঃ কোন কাজ ভবিষ্যৎ কালে হয়ে থাকবে এরূপ বুঝালে Future Perfect tense হয় ।
চেনার উপায়ঃ বাংলা বক্যের ক্রিয়ার শেষে ইয়া-থাকব/ য়ে- থাকব, ইয়া থাকবে/ য়ে- থাকবে ইত্যাদি ।
গঠন প্রনালীঃ যে কাজটি পূর্বে থাকবে বুঝায় তার subject এর পরে personঅনুসারে shall have বা will have বসে এবং মূল verb এর past participle এরূপ বসে। অন্য বাক্যটির verb এর present Indefinite tense হয়। যেমনঃ
I shall have eaten rice before she comes
প্রশ্নঃ Future Perfect Continuous tense কাকে বলে?
উত্তরঃ ভবিষ্যতে কোন একটি কাজ অপর একটি ভবিষ্যত কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছু না কিছু
কাল ধরে চলতে থাকবে এরূপ বুঝালে পূর্ব কাজের
Verb এর Future Perfect Continuous হয় ।
চেনার উপায়ঃ বাংলা বক্যের ক্রিয়ার শেষে ইতে থাকিবে, তে-থাকব, ইতে-থাকিবেন ইত্যাদি থাকলে
Future Perfect Continuous tense হয়।
গঠন প্রনালীঃ Subject + shall have been বা will have been + মূল verb + ing + বাকী অংশ ।
যেমনঃ
Aminul will have been playing before they will come .

Source: Internet 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.