নং | নদ-নদীর নাম | উৎপত্তিস্থল | পতনস্থল | গুরুত্বপূর্ণ দিক |
১ | নীলনদ | ভিক্টোরিয়া হ্রদ | ভূমধ্যসাগর | আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী। দৈর্ঘ্যঃ ৬৬৯৫ কিমি.। নদীটি আফ্রিকার ১১ টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যথা- উগান্ডা, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, আঞ্জানিয়া, কঙ্গো এবং মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুদানের খার্তুমে ব্লু নাইল এবং হোয়াইট নাইল মিলিত হয়েছে। |
২ | আমাজন | আন্দিজ পর্বতমালা | আটলান্টিক মহাসাগর | দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। দৈর্ঘ্যঃ ৬৬৫০ কিমি.। পৃথিবীর প্রশস্ততম নদী। নদীটি ৭ টি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে। যথা- ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা ও গায়ানা। নদীটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। |
৩ | ইয়াংসিকিয়াং | তিব্বতের মালভূমি | পূর্বচীন সাগর | এশিয়ার দীর্ঘতম নদী। দৈর্ঘ্যঃ ৬৩০০ কিমি.। চীনের দীর্ঘ্যতম নদী। |
৪ | মিসিসিপি-মিসৌরি | মিনেসোটার হ্রদ | মেক্সিকো উপসাগর | যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। মিসৌরি মিসিসিপির প্রধান উপনদী। মিসিসিপি-মিসৌরির একত্রে দৈর্ঘ্য ৮০৯৫ কিমি.। উপনদীসহ এটি পৃথিবীর দীর্ঘতম নদী। মিসৌরি মিসিসিপির সাথে যুক্তরাষ্ট্র সেন্ট লুইসে মিলিত হয়েছে। |
৫ | হোয়াংহো | কুনলুন পর্বত | বোহাইসাগর | প্রাচীনকালে বন্যায় দুইধার প্লাবিত হতো বলে একে চীনের দুঃখ বলা হত। অন্য নাম পীত নদী, হলুদ নদী। |
৬ | লেনা | বৈকাল হ্রদ | উত্তর মহাসাগর | দেশঃ রাশিয়া |
৭ | মারে ডার্লিং | কোসিয়াস্কো | এনকাউন্টার উপসাগর | অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। ডালিং নদী মারে নদীর একটি উপনদী। |
৮ | ভলগা | রাশিয়ার ভলদাই পর্বত | কাস্পিয়ান সাগর | ইউরোপের দীর্ঘতম নদী। দেশঃ রাশিয়া ও কাজাকিস্তান। |
৯ | দানিয়ুব | ব্লাক ফরেস্ট | কৃষ্ণসাগর | দেশঃ রুমানিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, জার্মানি, স্লোভাকিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া। |
১০ | টাইগ্রিস | আর্মেনিয়ার উচ্চভূমি | পারস্য উপসাগর | দেশঃ ইরাক, তুরস্ক ও সিরিয়া। আরবি নাম- দাজলা |
১১ | ইউফ্রেটিস | আর্মেনিয়ার উচ্চভূমি | পারস্য উপসাগর | দেশঃ ইরাক, তুরস্ক ও সিরিয়া। আরবি নাম- ফোরাত। টাইগ্রিস ও ইউফ্রেটিস ইরাকের বসরার নিকট মিলিতি হয়ে ‘শাত-ইল-আরব’ নাম নেয়। |
১২ | সিন্ধু | তিব্বতের মালভূমি | আরব সাগর | দেশঃ পাকিস্তান, ভারত, চীন ও আফগানিস্তান। দৈর্ঘ্যঃ ৩১৮০ কিমি.। |
১৩ | ব্রহ্মপুত্র | তিব্বতের মানস সরোবর হ্রদ | বঙ্গোপসাগর | দেশঃ চীন, নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশ। দৈর্ঘ্যঃ ২৯৪৮ কিমি.। |
১৪ | গঙ্গা | গঙ্গোত্রী হিমবাহ | বঙ্গোপসাগর | দেশঃ নেপাল, ভারত ও বাংলাদেশ। দৈর্ঘ্যঃ ২৫১০ কিমি.। |
১৫ | আমুদারিয়া | পামির মালভূমি | আরল হ্রদ |
|
১৬ | জর্ডান | হুলা হ্রদ | মৃত সাগর | দেশঃ জর্ডান ও ইসরাইল। ইহুদী ও খ্রিস্টসম্প্রদায়ের পবিত্র নদী। এ নদীতে মাছ হয়না। |
১৭ | ইরাবতী | নাগা পাহাড় | মার্তাবান উপসাগর | দেশঃ মায়ানমার |
কোন মন্তব্য নেই