যুক্তরাষ্ট্রের Yale University-র Professor এবং একসময়কার সে দেশের অর্থনৈতিক উপদেষ্টা Arthar Okan প্রবৃদ্ধির হারের সাথে বেকারত্বের হারের সম্পর্ক নির্ণয় করতে গিয়ে যে নিয়ম ব্যাখ্যা করেন, তাঁর নামানুসারে সামষ্টিক অর্থনীতিতে সেটি ওকান বিধি (Okan’s Law) নামে পরিচিত। Okan এর মতে, GNP প্রবৃদ্ধির হারের সাথে বেকারত্বের হারের সম্পর্ক বিপরীত। অর্থাৎ, GNP প্রবৃদ্ধির হার বাড়লে বেকারত্বের হার কমবে এবং GNP প্রবৃদ্ধির হার কমলে বেকারত্বের হার বাড়বে।
Okan Hypothetical ভাবে সম্পর্কটা ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, অন্যান্য অবস্থা স্থির থেকে GNP প্রবৃদ্ধির হার 3% বাড়লে বেকারত্বের হার 1% কমে এবং প্রবৃদ্ধির হার 3% কমলে বেকারত্বের হার 1% বাড়বে। অর্থাৎ ধরা যাক, প্রাথমিক অবস্থায় দেশে প্রবৃদ্ধির হার 10% এবং বেকারত্বের হার 10%। এখন GNP প্রবৃদ্ধির হার 10% থেকে বেড়ে 13% হলে বেকারত্বের হার 10% থেকে কমে 9% হয়। অন্যভাবে বলা যায়, প্রবৃদ্ধির হার 10% থেকে কমে 7% হলে বেকারত্বের হার 10% থেকে বেড়ে 11% হবে। এভাবে GNP প্রবৃদ্ধির হারের সাথে বেকারত্বের হারের বিপরীত সম্পর্ক বিদ্যমান। এটাই Okan’s Law নামে পরিচিত। ওকান বিধি ব্যাখ্যা করার জন্য দুই ধরনের প্রবৃদ্ধি হারের কথা উল্লেখ করেছেন। যথাঃ Actual GNP প্রবৃদ্ধির হার ও Potential GNP প্রবৃদ্ধির হার।
যদি Actual GNP প্রবৃদ্ধির হার এবং Potential GNP প্রবৃদ্ধির হার পরস্পর সমান হয় তবে দেশে যে বেকারত্ব বিরাজ করে, তাকে বলা হয় স্বাভাবিক বেকারত্বের হার। যদি Actual GNP প্রবৃদ্ধির হার Potential GNP প্রবৃদ্ধির হারের চেয়ে কম হয় তবে দেশে বেকারত্ব বাড়বে যাকে অস্বাভাবিক বেকারত্ব হার বলে। অন্যদিকে যদি Actual GNP প্রবৃদ্ধির হার Potential GNP প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি হয় তবে দেশে বেকারত্ব আস্তে আস্তে কমতে থাকে। তাই Okan যুক্তি দেখান যে, বেকারত্ব কমাতে হলে Actual GNP প্রবৃদ্ধির হার বাড়াতে হবে। নিম্নের চিত্রে বিষয়টি ব্যাখ্যা করা হলোঃ
চিত্রের OX অক্ষে সময় এবং OY অক্ষে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে। AP হচ্ছে Potential GNP প্রবৃদ্ধির হার নির্দেশক রেখা এবং AY হচ্ছে Actual GNP প্রবৃদ্ধির হার নির্দেশক রেখা। চিত্রের A, B, C, D বিন্দুগুলোতে Potential GNP এবং Actual GNP প্রবৃদ্ধির হার পরস্পর সমান। তাই উক্ত বিন্দুগুলোতে স্বাভাবিক বেকারত্ব বিরাজ করছে। কিন্তু যদি Actual GNP, Potential GNP প্রবৃদ্ধির হারের চেয়ে কম হয় তবে দেশে বেকারত্ব বেড়ে যাবে যা ছায়াযুক্ত অঞ্চল দ্বারা বুঝানো হয়েছে। ওকানের যুক্তি হচ্ছে যে, এই অস্বাভাবিক বেকারত্ব কমাতে হলে Actual GNP প্রবৃদ্ধির হার বাড়াতে হবে।
আর্থার ওকান নিজে Trend GNP প্রবৃদ্ধির হার 2.5% ধরে নিয়ে মত প্রকাশ করেন যে, Actual GNP প্রবৃদ্ধির হারের চেয়ে 1% বেশি হলে (অর্থাৎ 3.5% হলে) বেকারত্ব 0.4% কমানো সম্ভব। এ বিষয়টি একটি সমীকরণ/সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। যেমনঃ
ΔU = -0.4(Y-2.5)
এখানে, ΔU = বেকারত্বের পরিবর্তন
0.4 = বেকারত্বের শতকরা পরিবর্তনের হার
Y = Actual প্রবৃদ্ধির হার
2.5 = Trend GNP প্রবৃদ্ধির হার
এখন Trend GNP প্রবৃদ্ধির হার (Y) জানা থাকলে উপরের সূত্র প্রয়োগ করে ΔU নির্ণয় করা যায়।
যেমনঃ ধরি, Y = 7.5
ΔU = -0.4(7.5-2.5) = -0.4(5) = -2
অর্থাৎ Actual GNP প্রবৃদ্ধির হার 7.5% হলে বেকারত্ব 2% কমানো সম্ভব। আবার নির্দিষ্ট পরিমাণ বেকারত্ব কমাতে হলে Actual GNP প্রবৃদ্ধির হার কতটুকু অর্জন করা দরকার তাও এই সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায়। যেমনঃ
ধরি, ΔU = -2; (2% বেকারত্ব কমাতে হবে)
এখন সূত্রানুসারে, ΔU = -0.4(Y-2.5)
Or, ΔU = -0.4Y+1.0
Or, 0.4Y = 1.0-ΔU
Or, 0.4Y = 1.0-(-2)
Or, 0.4Y = 3.0
Or, Y = 3.0/0.4 = 7.5
অর্থাৎ বেকারত্ব 2% কমাতে হলে Actual GNP প্রবৃদ্ধির হার 7.5% অর্জন করতে হবে। উক্ত আলোচনা থেকে সিদ্ধান্ত নেয়া যায় যে, কোন দেশে (ধরি, বাংলাদেশ) Trend GNP প্রবৃদ্ধির হার 2.5% হলে আগামী দুই বছরে 2% বেকারত্ব কমানোর জন্য গড়ে Actual GNP প্রবৃদ্ধির হার 7.5 অর্জন করতে হবে।
ওকান বিধির তাৎপর্য (Significance of Okan’s Law)
ওকান বিধি অনুসারে প্রবৃদ্ধির হার এবং বেকারত্বের মধ্যে বিপরীত সম্পর্ক বিরাজ করে। অর্থাৎ প্রবৃদ্ধির হার বাড়লে বেকারত্ব কমে এবং প্রবৃদ্ধির হার কমলে বেকারত্ব বাড়ে। যে সকল কারণে সামষ্টিক অর্থনীতিতে নীতিনির্ধারকদের নিকট ওকান বিধিটি যথেষ্ট গুরুত্ব বহন করে সেগুলো নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হলোঃ
- ওকান বিধির প্রধান তাৎপর্য হলো এই যে, বেকারত্ব কমাতে হলে তথা বেকারত্বকে সহনীয় পর্যায়ে ধরে রাখতে হলে Actual GNP প্রবৃদ্ধির হার বাড়াতে হবে।
- ওকান বিধি অনুসারে, বেকারত্ব ও প্রবৃদ্ধির হারের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক বিরাজ করে।
- ওকান বিধির সাহায্যে নীতিনির্ধারকগণ নির্দিষ্ট হারে বেকারত্ব কমানোর জন্য প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেন।
- এই বিধি মূলত উৎপন্ন বাজার ও শ্রম বাজারের মধ্যে একটি বিপরীতমুখী যোগসূত্র স্থাপন করে।
- ওকান বিধি অনুসারে বুঝা যায় যে, বেকারত্ব কমাতে হলে Actual GNP growth rate বাড়াতে হবে।
- একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বেকারত্ব, প্রবৃদ্ধির হার ও মুদ্রাস্ফীতি হারের সমন্বয় সাধন করা খুবই জরুরী। এ ব্যাপারে সরকারের আর্থিক নীতি ও রাজস্ব নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ব্যাপারে নীতিনির্ধারকগণ ওকান বিধি থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা পেতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন