বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

GNP ব্যবধান | GNP Gap

GNP ব্যবধান

কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের সকল উপকরণ উৎপাদনকার্যে  নিয়োজিত থেকে যে পরিমাণ চূড়ান্ত পণ্য ও সেবাকর্ম উৎপাদন করে, তার আর্থিক মূল্যকে বাস্তব GNP বলে। অন্যদিকে, উৎপাদনের উপকরণসমূহ যথাযথ দক্ষতার সাথে উৎপাদনকার্যে নিয়োজিত করে যে পরিমাণ উৎপাদন লাভ করা যাবে বলে প্রত্যাশা করা হয়, তাকে প্রত্যাশিত বা অর্জনযোগ্য GNP (Potential GNP) বলে।

কোন নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত GNP এবং বাস্তব GNP এর মধ্যকার ব্যবধানকে বলা হয় GNP ব্যবধান। যদি Potential GNP এবং বাস্তব GNP পরস্পর সমান হয় তরে GNP ব্যবধান শূণ্যে পরিণত হয়। অন্যদিকে, উৎপাদনের উপকরণসমূহ ‍যদি যথাযথ দক্ষতার সাথে ব্যবহৃত না হয় তবে Potential GNP এর চেয়ে বাস্তব GNP বেশি হয়- সেক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি ও বাণিজ্যচক্রের ঊর্ধ্বগতি শুরু হয়। উচ্চহারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়।

সুতরাং Potential GNP এর চেয়ে বাস্তব GNP কম হলে মন্দা ও বেকারত্ব দেখা দেয় এবং Potential GNP এর চেয়ে বাস্তব GNP বেশি হলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। অন্যভাবে বলতে গেলে বলা যায়, GNP ব্যবধান বাড়তে থাকলে মন্দা দেখা দেয় এবং GNP ব্যবধান কমতে থাকলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। নিম্নে একটি চিত্রের সাহায্যে GNP ব্যবধান ধারণাটি ব্যাখ্যা করা হলোঃ

GNP ব্যবধান | GNP Gap











চিত্রের OX অক্ষে সময় এবং OY অক্ষে Potential এবং Actual GNP ধরা হয়েছে। YPYP রেখা Potential GNP নির্দেশ করে এবং YAYA রেখা Actual GNP নির্দেশ করে। চিত্রে লক্ষণীয় যে, যখন Potential GNP এবং Actual GNP পরস্পর সমান তখন GNP ব্যবধান শূণ্য (0)। বাস্তবে এ ধরণের অবস্থা খুব একটা দেখা যায় না। ‍যদি Potential GNP এর চেয়ে Actual GNP বেশি হয়, তবে দেশে উচ্চহারে মুদ্রাস্ফীতি দেখা দিবে। অন্যদিকে, যদি Potential GNP এর চেয়ে Actual GNP কম হয়, তবে অর্থনীতিতে মন্দা ও বেকারত্ব ‍দেখা দেবে।

GNP ব্যবধানের গুরুত্ব (Importance of GNP Gap)

GNP ব্যবধান ধারণাটির সাথে অর্থনৈতিক বিশ্লেষণে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নীতিনির্ধারকদের নিকট নীতি প্রণয়ন ও বাস্তবায়নে GNP ব্যবধান ধারণাটি গুরুত্বপূর্ণ। যেমন-

  1. GNP ব্যবধান ধারণাটির সাথে অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধারণাটি জড়িত। কেননা GNP ব্যবধান বাড়তে থাকলে দেশে মন্দা দেখা দেয় এবং বেকারত্ব বেড়ে যায়। অন্যদিকে, GNP ব্যবধান কমতে থাকলে দেশে উচ্চহারে মুদ্রাস্ফীতি দেখা দেয়।
  2. নীতিনির্ধারকদের নিকট যদি Actual GNP, Potential GNP এবং GNP ব্যবধানের উপর সঠিক তথ্য থাকে, তবে মন্দা ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সঠিকভাবে আর্থিক নীতি ও রাজস্বনীতি প্রয়োগ করতে পারেন।
  3. GNP ব্যবধান একটি দেশের অর্থনীতিবিদদের সঠিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে।
  4. GNP ব্যবধান বাণিজ্য চক্র সম্পর্কে ধারণা দিয়ে থাকে।
  5. অর্থনৈতিক কর্মকান্ডের সফলতা ও ব্যর্থতা GNP ব্যবধান থেকে জানা যায় এবং তদনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন