শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

বিশ্বের প্রধান নদ-নদী সমূহ এবং এদের উৎপত্তি ও অবস্থান

Major Rivers of the World
ছবিঃ সংগৃহীত
সূত্রঃ ইন্টারনেট
নং
নদ-নদীর নাম
উৎপত্তিস্থল
পতনস্থল
গুরুত্বপূর্ণ দিক
নীলনদ
ভিক্টোরিয়া হ্রদ
ভূমধ্যসাগর
আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী। দৈর্ঘ্যঃ ৬৬৯৫ কিমি.। নদীটি আফ্রিকার ১১ টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যথা- উগান্ডা, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, আঞ্জানিয়া, কঙ্গো এবং মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুদানের খার্তুমে ব্লু নাইল এবং হোয়াইট নাইল মিলিত হয়েছে।
আমাজন
আন্দিজ পর্বতমালা
আটলান্টিক মহাসাগর
দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। দৈর্ঘ্যঃ ৬৬৫০ কিমি.। পৃথিবীর প্রশস্ততম নদী। নদীটি ৭ টি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে। যথা- ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা ও গায়ানা। নদীটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
ইয়াংসিকিয়াং
তিব্বতের মালভূমি
পূর্বচীন সাগর
এশিয়ার দীর্ঘতম নদী। দৈর্ঘ্যঃ ৬৩০০ কিমি.। চীনের দীর্ঘ্যতম নদী।
মিসিসিপি-মিসৌরি
মিনেসোটার হ্রদ
মেক্সিকো উপসাগর
যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। মিসৌরি মিসিসিপির প্রধান উপনদী। মিসিসিপি-মিসৌরির একত্রে দৈর্ঘ্য ৮০৯৫ কিমি.। উপনদীসহ এটি পৃথিবীর দীর্ঘতম নদী। মিসৌরি মিসিসিপির সাথে যুক্তরাষ্ট্র সেন্ট লুইসে মিলিত হয়েছে।
হোয়াংহো
কুনলুন পর্বত
বোহাইসাগর
প্রাচীনকালে বন্যায় দুইধার প্লাবিত হতো বলে একে চীনের দুঃখ বলা হত। অন্য নাম পীত নদী, হলুদ নদী।
লেনা
বৈকাল হ্রদ
উত্তর মহাসাগর
দেশঃ রাশিয়া
মারে ডার্লিং
কোসিয়াস্কো
এনকাউন্টার উপসাগর
অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। ডালিং নদী মারে নদীর একটি উপনদী।
ভলগা
রাশিয়ার ভলদাই পর্বত
কাস্পিয়ান সাগর
ইউরোপের দীর্ঘতম নদী। দেশঃ রাশিয়া ও কাজাকিস্তান।
দানিয়ুব
ব্লাক ফরেস্ট
কৃষ্ণসাগর
দেশঃ রুমানিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, জার্মানি, স্লোভাকিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।
১০
টাইগ্রিস
আর্মেনিয়ার উচ্চভূমি
পারস্য উপসাগর
দেশঃ ইরাক, তুরস্ক ও সিরিয়া। আরবি নাম- দাজলা
১১
ইউফ্রেটিস
আর্মেনিয়ার উচ্চভূমি
পারস্য উপসাগর
দেশঃ ইরাক, তুরস্ক ও সিরিয়া। আরবি নাম- ফোরাত। টাইগ্রিস ও ইউফ্রেটিস ইরাকের বসরার নিকট মিলিতি হয়ে ‘শাত-ইল-আরব’ নাম নেয়।
১২
সিন্ধু
তিব্বতের মালভূমি
আরব সাগর
দেশঃ পাকিস্তান, ভারত, চীন ও আফগানিস্তান। দৈর্ঘ্যঃ ৩১৮০ কিমি.।
১৩
ব্রহ্মপুত্র
তিব্বতের মানস সরোবর হ্রদ
বঙ্গোপসাগর
দেশঃ চীন, নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশ। দৈর্ঘ্যঃ ২৯৪৮ কিমি.।
১৪
গঙ্গা
গঙ্গোত্রী হিমবাহ
বঙ্গোপসাগর
দেশঃ নেপাল, ভারত ও বাংলাদেশ। দৈর্ঘ্যঃ ২৫১০ কিমি.।
১৫
আমুদারিয়া
পামির মালভূমি
আরল হ্রদ

১৬
জর্ডান
হুলা হ্রদ
মৃত সাগর
দেশঃ জর্ডান ও ইসরাইল। ইহুদী ও খ্রিস্টসম্প্রদায়ের পবিত্র নদী। এ নদীতে মাছ হয়না।
১৭
ইরাবতী
নাগা পাহাড়
মার্তাবান উপসাগর
দেশঃ মায়ানমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন