Header Ads

বিসিএস এর আবেদন ফরম পূরণ করবেন যেভাবে

বিসিএস আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bdগিয়ে Online Application for 41th or, (যততম) BCS- ক্লিক করে General Cadre, Technical Cadre এবং Both Cadre—এই তিনটি অপশন থেকে কাঙ্ক্ষিত অপশনে প্রবেশ করে ফরম পূরণ প্রক্রিয়া শুরু করতে হবে। 
BCS Application From

বিসিএস ফরম পূরণে যেসব ক্যাটাগরি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিতসেগুলো হলো
প্রার্থীর নিজের নামবাবার নামমায়ের নামজন্ম তারিখএসএসসিতে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। সার্টিফিকেটে মা-বাবা মৃত থাকলে মৃত লিখতে হবেনা থাকলে মৃত লেখার দরকার নেই। জন্ম তারিখ লিখতে ভুল করলে আপনার প্রার্থিতা বাতিল হতে পারে।
➽ ফরম পূরণের প্রথম ধাপঃ Part-1: Personal Information
➽ ফরম পূরণের দ্বিতীয় ধাপঃ Part-2: Educational Qualifications
➽ ফরম পূরণের তৃতীয় ধাপঃ Part-3: Cadre Option 
➽ ফরম পূরণের চতুর্থ ধাপঃ Part-4: Application Preview & Upload Photo and Signature 
➽ ফরম পূরণের পঞ্চম ধাপঃ Final Step and Submission Your Application
উচ্চতা ইঞ্চিতে কনভার্ট করে দেবেন। ওজন আনুমানিক হলেই হবে (- কেজি কমবেশি হতে পারে) মৌখিক পরীক্ষার আগে রেজিস্টার্ড চিকিৎসক থেকে ওজন  উচ্চতার প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে কোনো ক্যাডারের ওজন  উচ্চতার আবশ্যিক শর্তের সঙ্গে আপনার ওজন-উচ্চতা না মিললে সেই ক্যাডার পছন্দক্রমে রাখা ঠিক হবে না।
বেকার হলে Not Employment, রাজস্ব খাতের সরকারি চাকরি হলে Regular Basis under Revenue Budget, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হলে Autonomous or Semi-autonomous Organization, বেসরকারি হলে Private Organization সিলেক্ট করুন। চাকরির ক্ষেত্রে যা- উল্লেখ করেনএর জন্য ভাইভার সময় বিভাগীয় ছাড়পত্রপুলিশ ভেরিফিকেশনের ফরমে তথ্য পূরণসহ বাড়তি কিছু ফর্মালিটিজ আছে।
সম্ভব হলে বর্তমান আর স্থায়ী ঠিকানা একই দেওয়া ভালো। পরে সুপারিশপ্রাপ্ত হলে ওই এক জায়গায়ই আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। যে ঠিকানা দিলে এলাকার মানুষজন আপনাকে চিনবেসেটা হলে আরো ভালো হয়। মেয়েদের ক্ষেত্রে বাবার ঠিকানা ব্যবহার করা উচিত।
পরীক্ষার কেন্দ্র হিসেবে যেটি দেবেনসেখানেই পরবর্তী সময়ে প্রিলিমিনারি  লিখিত পরীক্ষা দিতে হবে (তবে মৌখিক পরীক্ষা ঢাকার আগারগাঁওয়ে কর্মকমিশন কার্যালয়ে হবে) পরে কেন্দ্র পরিবর্তন করার কোনো সুযোগ নেই।
প্রিলিমিনারি প্রশ্ন ইংরেজিতে পেতে চাইলে ইংরেজি ভার্সনে টিক চিহ্ন দেবেন। তবে লিখিত পরীক্ষা আপনি ইচ্ছামতো ভার্সনে দিতে পারবেনএর জন্য টিক মার্ক দিতে হবে না। লিখিত পরীক্ষায় এক বিষয়ের পুরো খাতা যেকোনো এক (বাংলা/ইংরেজিভার্সনে লিখতে হবে।
ডিগ্রি বা সাবজেক্ট অপশনে আপনার ডিগ্রি বা বিষয়ের নাম না থাকলে আদারসে গিয়ে লিখুন। তবে ডিগ্রি তালিকা থেকে অনার্স সিলেক্ট করাই ভালো (তা না হলে অনেক সময় বিষয়ের সঙ্গে মিল থাকার পরও প্রফেশনাল ক্যাডার দেখাবে না) যাঁরা অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করবেনতাঁরা পরীক্ষা শুরু  শেষের তারিখ লিখুন।  ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় আবেদনের সময়ের শেষ তারিখের মধ্যে আপনার সব পরীক্ষা শেষ হয়েছিল মর্মে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে।
ক্যাডার চয়েসের সময় নিজের পছন্দের সঙ্গে আপনার পছন্দের ক্যাডারের জন্য কতটা ফিট (ভাইভা বোর্ডে এই বিষয়টা খুব গুরুত্ব দেওয়া হয়সেটাও চিন্তা করুন। পররাষ্ট্র ক্যাডারে পদসংখ্যা খুব কমপছন্দ হলে এটি প্রথমেই দিতে পারেন। অর্থাৎ চয়েসে যেটা যেখানে রাখলে ভালোসেটা সেই ক্রমেই রাখবেন। সব ক্যাডারেরই সমান মর্যাদাকিন্তু কাজের ক্ষেত্র অনুযায়ী ভিন্ন ভিন্ন সুযোগ-সুবিধা।
সম্প্রতি তোলা ৩০০ বাই ৩০০ পিক্সেলের রঙিন ছবি (ছবির সাইজ ১০০ কিলোবাইটের বেশি হতে পারবে নাএবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর (স্বাক্ষরের সাইজ ৬০ কিলোবাইটের বেশি হতে পারবে নাব্যবহার করুন। স্বাক্ষরের জায়গায় নিজের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে স্বাক্ষর দেওয়া ভালো। চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সব ধাপের কাগজপত্রে একই স্বাক্ষর দেবেন।

১০অধিক সতর্কতার জন্য আবেদনের হার্ডকপি কলম দিয়ে পূরণ করে এরপর অনলাইনে পূরণ করতে পারেন। আবেদন ফি জমা দেওয়ার পর আপনার SMS টি সংরক্ষণ করে রাখবেনপরে দরকার পড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.